
পাস্তার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। একবার ভেবেছিলাম পাঠাবো না। পরে মনে হল না পাঠালে বাবার থেকে বেশি কষ্ট কেউ পাবে না। যে সারাজীবন গান আর বাঁশি নিয়ে ছিল তার জন্য তার নাতনির গানে না বললে আমার শান্তি হত না। আমি আট বছর গান শিখেও বরাবরের বেসুরো কিন্তু পাস্তা দাদুর সুর পেয়েছে। বাড়িতে প্র্যাকটিস দাদুর কাছেই করেছিল গানটা। কাজেই না পাঠালে আমি অন্যায় করতাম। এই বাচ্চাগুলোর মাঝে একজন বাবার আদরের দিদিমণি। এই কদিনে পাস্তা দাদুর কথা একবারের জন্যও বলে নি। বলবে না জানতাম। আমার মেয়েটা ইমোশন সামনে আনে না। দাদুর সুরটুকু পাস্তার কাছেই থেকে যাক। বড় হলে দাদুর বাঁশির বাক্স ও খুলবে একদিন, খুলবেই।
This post was published on 19th December, 2024 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 103.7K followers on Instagram and has a total of 2.0K post. Debjani receives an average engagement rate of 0.93% per post on Instagram. This post has received 1 comments which are lower than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.