
ট্রেন্ড-এ থাকার চক্করে নিজের বিপদ নিজেও ডেকে নিয়ে আসছো বারবার! আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় নতুন কোনো ট্রেন্ড দেখা দেওয়া মানেই তাতে ঝাঁপিয়ে পড়া। সাম্প্রতিক সময়ে ঠিক এমনই এক ট্রেন্ড ভাইরাল হয়েছে—‘এআই শাড়ি ট্রেন্ড’। গুগল জেমিনি’র Nano Banana ফিচার ব্যবহার করে অসংখ্য মানুষ নিজেদের ছবি শাড়ি পরা ভঙ্গিমায় পাল্টে ফেলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। কেউ কেউ আবার সেই ছবি ব্যবহার করছে ইনস্টাগ্রাম রিলস বা প্রোফাইল ছবির জন্য। কিন্তু সমস্যার জায়গাটা এখানেই। এআই-ভিত্তিক টুল ব্যবহার করার সময় অনেকেই খেয়াল করে না যে তাদের মুখের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বৈশিষ্ট্য গুলোও ধরা পড়ছে। যেমন, একাধিক নেটিজেন জানিয়েছে—তাদের গায়ের তিল বা ফেসিয়াল মার্ক পর্যন্ত এআই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এর মানে হলো ছবিগুলো শুধু “স্টাইল” বদলাচ্ছে না, বরং একেবারে ব্যক্তিগত তথ্যও ধরে রাখছে। এক তরুণী ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে স্পষ্টভাবে বলেছে—“এই ট্রেন্ড আসলে ক্রিপি, কারণ এটা আমার শরীরের এমন অংশগুলোও হাইলাইট করেছে যেগুলো আমি নিজেও শেয়ার করতে চাই না।” এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, একবার যদি তোমার ছবি এভাবে এআই সার্ভারে চলে যায়, তবে সেটি দিয়ে ডিপফেক বানানো খুবই সহজ হয়ে দাঁড়ায়। এই নিয়ে বহুবার আমরা বলেছি এই পেজ থেকে। কিন্তু কে কার কথা শোনে? ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে নানা ধরনের প্রতারণা, হয়রানি ও ভুয়ো খবর ছড়ানোর জন্য এই প্রযুক্তি ব্যবহার হয়েছে। ভারতীয় প্রেক্ষাপটে কোনো সেলিব্রিটি বা সাধারণ ব্যবহারকারীর এআই শাড়ি ছবি ভুয়ো প্রেক্ষাপটে ব্যবহার হওয়া একেবারেই অস্বাভাবিক নয়। মনস্তাত্ত্বিক প্রভাবও সমান গুরুতর। একদিকে মানুষ নিজের এআই সংস্করণকে নিখুঁত মনে করছে, অন্যদিকে বাস্তব জীবনে নিজেকে কম সুন্দর বা কম আকর্ষণীয় ভাবছে। বিশেষ করে তরুণী ও কিশোরীদের ওপর এর প্রভাব ভয়াবহ হতে পারে। মানে তারা যে এমনিতেই সুন্দর দেখতে, সেটা তারা ভুলে যাচ্ছে। অতএব, ফ্যাশনেবল দেখানোর নেশায় বা ট্রেন্ডে থাকার ইচ্ছেয় যদি কেউ বারবার নিজের আসল ছবি এসব অ্যাপে আপলোড করে, তবে সে আসলে নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তাকেই ঝুঁকির মুখে ফেলছে। #AITrend #GoogleGemini #SocialMedia #Trend #LaughaLaughi
This post was published on 17th September, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 97 Likes which are greater than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #AITrend #GoogleGemini #LaughaLaughi #Trend #SocialMedia has been used frequently in this Post.