
সুরক্ষিত নয় তোমার আমার আয়কর রিটার্ন এর তথ্য! প্রমাণ করে দিলেন খোদ শাসক দলের নেতা! ২০২৫ সালের ২৭ আগস্ট অর্থাৎ গতকাল সোশ্যাল মিডিয়াতে এক সাংবাদিকের আয়কর রিটার্ন বা ITR সংক্রান্ত তথ্য প্রকাশ করেন বিজেপি নেতা ডঃ নিশিকান্ত দুবে। সেখানে তিনি সাংবাদিকের কর্মজীবনের প্রাপ্ত আয় উল্লেখ করেন যে সাংবাদিক তার কাজ ছেড়ে বিজেপি ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সমালোচনা শুরু করার পরই তার আয় লক্ষাধিক থেকে কোটি টাকায় বেড়ে গেছে। ধরে নেওয়া যেতেই পারে যে সেই সাংবাদিক কোটি টাকা "ঘুষ" নিয়েছে বা "আয়" করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কারুর ব্যক্তিগত তথ্য একজন নেতার কাছে কিভাবে পৌঁছালো? এই ব্যক্তিগত তথ্য জনসমক্ষে বা কোনো বিশেষ ব্যক্তির কাছে আসাটা ১৯৬১ সালের আয়কর আইন (১৩৮ ধারা) এবং তথ্য প্রযুক্তি আইন, ২০০০ (ধারা ৭২) অনুযায়ী অবৈধ ও গোপনীয়তা ভঙ্গ হিসাবে রক আইনত অপরাধ। যেই সরকার বারংবার বলে এসেছে যে সাধারণ মানুষের তথ্য সুরক্ষিত, সেখানে এক নেতার কাছে কী করে সেই তথ্য এসে গেলো এবং সেটা জনসমক্ষে নিয়ে আসার পরেও তার বিরুদ্ধে কেন কোনো মামলা দায়ের হলো না? নাকি তারা এটাই প্রমাণ করে দিচ্ছে যে তাদের কাছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত তথ্য রয়েছে তাই যারা যে যখন চাইবে সেই তথ্য দেখে তাদের কে বিচার করতে শুরু করে দেবে? ভাবো শুধু যে যেই সরকার তাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখাতে ভয় পায়, যেই সরকারের আমলে নির্বাচনের সময়কার সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে চায় না খোদ নির্বাচন কমিশন, সেই সরকারের কাছে নয়, সেই সরকারে অধীনে থাকা একজন নেতার কাছে তোমার আমার ব্যক্তিগত তথ্য ঘোরাফেরা করছে। তার মানে আমরা কোন দিকে এগোচ্ছি? জানিয়ে রাখি যে সেই সাংবাদিক ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হতে চলেছে। এবং অনেক সাংবাদিকই এটার তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেছে (গোবি মিডিয়া বাদে)।
This post was published on 28th August, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 33 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 2 comments which are greater than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.