
যাদবপুর বিশ্ববিদ্যালয় রহস্য মৃত্যু! উঠে আসছে একাধিক বেনিয়মের অভিযোগ! ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা ক্যাম্পাস জুড়ে! আপাতত কী জানা যাচ্ছে? বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর তাঁকে ক্যাম্পাসের ভেতরেই একটি পুকুর / ঝিলে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কীভাবে ওই পুকুরে পড়ে গেলো ছাত্রীটি? তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তবে এখানেই শেষ নয়। প্রশ্ন উঠছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও। ওই সময় ক্যাম্পাসে ঠিক কতক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান চলাকালীন কেন আলো বন্ধ করে রাখা হয়েছিল? কেন সিসিটিভি ফুটেজের ঘাটতি এতোদিনেও পূরণ করা হয়নি? ক্যাম্পাস এর মধ্যে সিসিটিভি নিয়ে এতো সমস্যা কিসের? সব মিলিয়ে তদন্তের জালে ধরা পড়ছে নিরাপত্তার একাধিক ফাঁকফোকর। অভিযোগ উঠছে, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের সময়সীমা রাত ১০টা পর্যন্ত হলেও প্রায়ই তা রাত ১১টা পর্যন্ত গড়ায়। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের একাংশ নিয়মিতভাবে মদ্যপানের অভিযোগও সামনে এনেছে—যা একাডেমিক পরিবেশের সঙ্গে মোটেই মানানসই নয়। এক অধ্যাপকের জানিয়েছেন, "লিখিত অনুমতি অনেক রাত্রি পর্যন্ত অনুষ্ঠানের থাকে না ঠিকই। কিন্তু অভিজ্ঞতায় জানি, অনেক সময় অনুষ্ঠান ১১-১১.৩০টা পর্যন্ত চলে। স্বাভাবিক ঘটনা এসব।" ফলে, অনামিকার মৃত্যু যেন এক অন্ধকার পর্দা সরিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে লুকিয়ে থাকা নানা বেনিয়মকে প্রকাশ্যে নিয়ে এসেছে। ফের প্রশ্ন উঠছে, কেন বারবার এমন ঘটনা ঘটছে, কেন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে না, আর কেন প্রশাসন নীরব দর্শকের মতো থেকে যাচ্ছে? আরো কিছু বিষয় যোগ করে দিলাম। যেই পুকুর / ঝিলে এই ঘটনাটা ঘটেছে, তার পাশেই মদের বোতল পাওয়া গেছে। তবে অনামিকার বাড়ির লোকের এবং পাড়ার লোক জানিয়েছে যে সে কোনোদিন এই ধরণের মদ্যপান বা কিছু করতো না। আর ওই আলো বন্ধ করে জোরে গান বাজানোর জন্যে আদতে কী হয়েছিল সেটা জানা যাচ্ছে না। আর সিসিটিভি ফুটেজ দেখেও বোঝা যাবে না কারণ ৩-৪ টি সিসিটিভি থাকলেও একটাও ওই পুকুরের দিকে মুখ করা ছিল না। তাই মদ্যপান করে ওই পুকুরে পড়ে যায় নাকি কেউ ঠেলে ফেলে দেয় না কী হয়েছিল সেটা ময়না তদন্তের পরই জানা যাবে। #jadavpuruniversity #ju
This post was published on 12th September, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 45 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #jadavpuruniversity #ju has been used frequently in this Post.