
নির্বাচনে না জিতেও জিতে গেছিলেন খাতা কলমে! প্রায় ৩ বছর পর ধরা পড়লেন সর্বোচ্চ আদালতে! একটা বহু প্রচলিত বাক্য আছে– চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা। কিন্তু একবার ধরা পড়ে গেলে কী হবে? দড়ি ধরে মারো টান... ঘটনাটা ঘটেছে হরিয়ানার পানিপথ জেলার বুয়ানা লাখু গ্রামে। ২০২২ সালের নভেম্বর মাসে সেখানে পঞ্চায়েত নির্বাচন হয়। কুলদীপ সিং এবং মোহিত কুমার– এরা দুজনে প্রার্থী ছিলেন। নির্বাচন শেষে দেখা যায় যে কুলদীপ সিং ১১১৭ মানুষের ভোট পেয়েছে আর মোহিত কুমার পেয়েছে ৮০৪ ভোট। অর্থাৎ প্রায় ৩১৩ ভোটের ব্যবধানে জিতে যায় কুলদীপ সিং। কিন্তু মোহিত কুমার নামক ব্যক্তির সন্দেহ হয়। তিনি নতুন করে ভোট গণনা করার আর্জি জানায় এবং মোহিত কুমারকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। তারপর কুলদীপ সিং আদালতে দ্বারস্থ হয় এবং আদালত বলে যে কুলদীপ সিং-ই জিতেছে। ফের মামলা গোড়ায় ট্রাইবুনাল আদালতে যেখানে বলা হয় যে নতুন করে আবার গণনা করতে হবে। কিন্তু সেখানকার হাই কোর্ট বলে এই সব করার প্রয়োজন নেই। ২০২২ থেকে ২০২৫ এই মামলা নিয়ে একবার এদিক আর ওদিক করতে করতে মোহিত কুমার দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়। বিচারপতি সূর্য কান্ত, দীপঙ্কর দত্ত এবং এন. কোটিশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ আদেশ দেয় যে সেই EVM মেশিন আদালতের রেজিস্ট্রারের সামনেই গণনা করা হবে এবং পুরোটার ভিডিও রেকর্ড করা হবে। গণনার পর কী দেখা যায় জানো? মোহিত কুমার ১০৫১ ভোট পেয়েছিলেন আর কুলদীপ সিং পেয়েছিলেন ১০০০ টি ভোট। অর্থাৎ ৫১ ভোটের ব্যবধানে মোহিত কুমারই পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন। --- এই ঘটনার পর তাহলে আশা করি বুঝতে পারবে যে ভোট গণনাও কেমন ভাবে হয় এবং ঝাল ঝোল অম্বল কিভাবে মিশিয়ে জয়ী প্রার্থীকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে দেওয়া হয় শুধুমাত্র ক্ষমতার লোভে। কোন রাজনৈতিক দল বা কী সেটা আর আলাদা করে বলছি না। তবে বুদ্ধিসম্পন্ন মানুষদের জন্যে ইশারা তেই কাজ হয়। #votechori #politics #reality #india
This post was published on 29th August, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 37 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 1 comments which are than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #votechori #india #reality #politics has been used frequently in this Post.