
হোমওয়ার্ক করেও শাস্তি পেলো যোগ্য শিক্ষকরা! মাঝখান থেকে পকেট মোটা হলো আইনজীবীদের! নিশ্চই ভাবছো যে এতো বড়ো কথা কেন বলে দিলাম? তাহলে শুরু করা যাক। --- ২০১৬ এর এসএসসি দুর্নীতি নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। কিন্তু কিছু প্রশ্ন যেগুলোর উত্তর স্বয়ং মহামান্য আদালত এবং বাকিরা যদি দিতেন তাহলে খুবই ভালো লাগতো। ১. আজকে দাঁড়িয়ে যখন টেন্টেড লিস্ট অর্থাৎ ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢোকে, সেই লিস্ট প্রকাশ করা হচ্ছে। মানে একতরফা জোর করেই করানো হচ্ছে এসএসসি কে, তাহলে এই জোর খাটানো টা এতদিন কেন করা হয়নি? করা হলে তো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিটা যেত না। ২. এসএসসি দুর্নীতি করেছে বলে যেমন নেতাদের জেল এ পাঠানো হচ্ছে, তেমন আমলাদের কেন সেটা করা হলো না? এমন তো নয় যে নেতা বসে বসে গড়বড় গুলো করেছে। সে তো আদেশ দিয়ে দিয়েছে। ৩. সিবিআই এতদিন পর কেন চার্জশিট জমা দিলো? সামনে নির্বাচন এসে যাচ্ছে বলে কাজ দেখাতে হবে? ৪. আজকে যখন এসএসসি টেন্টেড লিস্ট প্রকাশ করবে, তখন আইনজীবীরা এই প্রশ্ন কেন রাখলো না আদালতে যে তাহলে নতুন করে পরীক্ষা দেওয়ার কী দরকার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের? ৫. যারা টাকা দিয়েছে এবং টাকা নিয়েছে– এরা দুজনেই সমান দোষী। আর মাথাপিছু ৩-৪ লক্ষ টাকা করে সব দিয়েছে। সেই টাকা দিয়ে নিজেরা তো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে দিতে পারতো। ৬. যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তাদের মধ্যে কেউ যদি কোনো একটা কারণে পাশ করতে না পারে, তাহলে তার জন্যে কে শাস্তি পাবে? কে তার সংসারের দায়িত্ব নেবে? রাজ্য সরকার, নেতা, আমলা, আইনজীবী নাকি খোদ বিচারক? --- এই গোটা ঘটনার জন্যে দোষী শুধুমাত্র নেতা বা যারা টাকা দিয়েছে বা নিয়েছে তারা নয়, সিবিআই থেকে শুরু করে প্রত্যেকটা আইনজীবী এবং আদালত নিজেই। একটা ঘুণ ধরা সিস্টেম যেখানে শুধু টাকার খেলা চলে। নেতা মন্ত্রীরা ঘুষ খাচ্ছে, সিবিআই, ইডি তদন্ত করছে। এমনই তদন্ত করে চার্জশিট তৈরী করছে যে তারা জামিন-এ ছাড়া পেয়ে যাচ্ছে। আইনজীবী ঘুষ খাচ্ছে। বিচারকের বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে। আর মাঝখান থেকে যারা বছরের পর বছর পড়াশুনা করে পরীক্ষা দিয়ে, পাশ করে, ইন্টারভিউ দিয়ে, চাকরি করে দেশের নতুন প্রজন্মকেও কে শিক্ষার আলো দেখাবে বলে রাত দিন পরিশ্রম করেছে, তাদেরকে শাস্তি দেওয়া হলো। দেশের সর্বোচ্চ আদালতের কাছে এই প্রশ্ন গুলো কেউ যদি একটু করেন, তাহলে খুব ভালো হয়। #ssc #westbengal #cbi #supremecourt
This post was published on 30th August, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 37 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #ssc #westbengal #supremecourt #cbi has been used frequently in this Post.