
অবশেষে প্রকাশ করা হলো টেন্টেড লিস্ট তবে সেখানেও রয়ে যাচ্ছে কিছু মারাত্মক প্রশ্ন! ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দেওয়ার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি রাতারাতি চলে যায়। এমন একটা দুর্নীতি যেটার জন্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে অবশেষে গতকাল এসএসসি তে টেন্টেড লিস্ট প্রকাশিত করা হয়। অর্থাৎ যারা অযোগ্য প্রার্থী। পুরোনো খসড়া তালিকা অর্থাৎ ২০২৩ এর তালিকার সাথে গতকালের তালিকা মেলাতে শুরু করলাম। মোটামুটি ওই তালিকায় যাদের রোল নম্বর এবং নাম ছিল, সেগুলো আছে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। গতকাল এসএসসির তরফ থেকে মোট ৩ টি লিস্ট প্রকাশ করা হয়। ১. ২০১৬ এসএলএসটি অযোগ্য যারা ২. সেই অযোগদের মধ্যে যারা ফের ২০২৫ সালের এসএলএসটি পরীক্ষার জন্যে এপ্লিকেশন জমা করে ৩. ২০১৬ এসএলএসটি অযোগ্য লিস্ট এর বাড়তি দুজন এবার কোথায় সমস্যাটা আবার হবে দেখো। ২০১৬ -র যারা অযোগ্য তাদের মধ্যে বেশ কিছুজন ফের এই বছর অর্থাৎ ২০২৫ সালের এসএলএসটি পরীক্ষার জন্যে আবেদন করেছে। এবার নাম, ঠিকানা এবং বাবার নাম মিলিয়ে এসএসসি জানাচ্ছে যে তারা সেই ব্যক্তিদের চিহ্নিত করেছে যারা নতুন করে আবেদন করেছে। কিন্তু এবার ভাববার বিষয়টা হলো যে নতুন সেই তালিকায় যে রোল নম্বর গুলো আছে, সেখানে শুধুমাত্র স্কুলের নাম দেওয়া আছে। দেওয়া নেই তাদের নাম। আবার কিছু রোল নম্বর ২০২৫ এর তালিকায় আছে অথচ তাদের রোল নম্বর নেই ২০১৬ এর তালিকায়। এবার এটা হতে পারে যে ২০২৫ এর জন্যে নতুন রোল নম্বর দেওয়া হয়। তাহলে যদি তাই হয়, তাহলে ওটা যে পুরোনো সেই অযোগ্যকেই দেওয়া হচ্ছে না, সেটা কিভাবে যাচাই করা যাবে? কারণ ওই যে আগেই বললাম ২০২৫ এর অযোগদের তালিকায় কারুর নাম নেই। বুঝলে কী বললাম? #SSCScam #Education #Corruption #WestBengal
This post was published on 31st August, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 55.0K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 45 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.14% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #WestBengal #Education #SSCScam #Corruption has been used frequently in this Post.