
কাল রাতে অফিস ফেরতা সাড়ে নটার দিকে যখন নামলাম, ততক্ষণে কিছু না হোক পঁচিশটা প্যান্ডেলের গান শুনে নিয়েছি। অবশ্য এতটা শোনার কথা ছিল না। কাজের সূত্রে কাল হাওড়ার অনেকটা ভিতরে যেতে হয়েছিল, সারাদিন প্রায় গাড়িতে কাজেই ততক্ষণে বিশ্বকর্মা পুজোর সঙ্গে রান্নাপুজোর ফ্লেভার পেয়ে গেছি। রান্নাপুজোর এহেন ক্রেজ জানা থাকলেও আমার দেখা ছিল না। এইধরণের পুজোগুলো দেখলে মনে হয় যাঁরা দুগ্গাপুজোয় ভেজ খাওয়া উচিত হল উচিত বাঙালিয়ানা বলে কপচান তাঁদের উচিত একটু শহরের বাইরে গ্রাম, মফস্বল ঢুঁ মেরে আসা এই বিশেষ দিনগুলোতে। সেখানে এখনো দন্তবিকশিত করে ভিখারামের মিষ্টি বেশ বাঙালি বাঙালি বলা হয় না। বলছি না যে ভিখারামের মিষ্টি খারাপ, বরং বেশ ভালো কিন্তু ট্যাগ আলাদা। যাইহোক, বিশ্বকর্মায় ফিরি। অদ্ভুত ঠাকুর। নিজের বাঙালিয়ানা দিব্বি বজায় রেখেছেন। সেই বাঙালিয়ানায় ওপারে থাকবো আমি আছে, আজ এই দিনটাকে আছে, আবার সিসে কী উমর প্যার কি আখির হিন্দি হয়েও আছে। হয়তো পুজোটার মধ্যে মধ্যবিত্ত আর উচ্চবিত্তের ট্যাঁস-পনা নেই বলেই টিঁকে গেছে। টুম্পা সোনা, পুষ্পা জুড়লেও বিশ্বকর্মা পুজোর দুপুরবেলাটা মনখারাপের। ফাঁকা প্যান্ডেল, একা ঠাকুর, একটা রিক্সা বা ভ্যানে উল্টে থাকা উদ্যোক্তা আর গান, এই নিয়েই বিশ্বকর্মা বাঙালি। ভেতো বাঙালি। যাঁর পুজোর অন্যতম উদ্যোক্তারা মধ্যবিত্তের হাঁটাচলার পথের লাইফলাইন। এরপর আছে কারখানা। যে পুজোর দুপুরে লাল গড়গড়ে মাংস, বিকেলে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া, চালের গায়ে হালকা লার্ড জমা, একটুকরো আলু, একটুকরো মাংসের বিরিয়ানি। চেনা থাকলে আপনি পেলেও পেতে পারেন একবাক্স ভালোবাসা। এসবের মাঝেই থেকে যায় মনখারাপের দুপুরটা, যখন বাজতে থাকে হাজার কবিতা বেকার সবই তা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা । অফিস যেতে যেতে লিখছি। কেন লিখছি জানি না। লিখতে লিখতে মনে হল কটা মাংস, বিরিয়ানির ছবি জুড়ে দি। না হলে বিশ্বকর্মা ঠাকুর রাগ করবেন। ছবি সবই আমার। দয়া করে এসে বলবেন না চুরি করা। বহুবার হয়েছে, নিজের ছবিতে অনেকে বলে গেছেন, দেবযানীর রান্নাঘর থেকে চুরি করা। ওই ব্লগটি আমার, আমিই চালক। সেই হিসাবে বিশ্বকর্মা পুজো আজ একটু হলেও আমার :) । #biswakarmapuja #debjanirrannaghar #bangalianalove
This post was published on 17th September, 2025 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 102.9K followers on Instagram and has a total of 2.0K post.This post has received 94 Likes which are lower than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.94% per post on Instagram. This post has received 4 comments which are greater than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #debjanirrannaghar #biswakarmapuja #bangalianalove has been used frequently in this Post.