
আমার ছোটবেলা, আমার বাড়ি, আমার শুরু সব যেখান থেকে। মজার কথা আমি বাড়ি যাই কম, বছরে দুইতিনদিন। কারণ? কারণ আমি এসকেপিস্ট। আমার ভালো লাগে না একসময়ের গমগমে বাড়ি এখন এমন দেখতে। সবার বয়স হয়েছে। অনেকেই আর নেই। আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজোর বিয়াল্লিশ বছর। বাবা যেতে পারেনি এইবার। "ওয়াকিং স্টিক নিয়ে বাড়ি যাবো না" এই বলে। বাবার হাতেই শুরু হওয়া পুজো। সেই হিসাবে আমার চল্লিশ বছরে এই প্রথমবার বাবার সামনে না হওয়া পুজো। জীবন বোধহয় এইরকমই। কিছু জিনিস না মানতে চাইলেও মেনে নিতে হয় :) । একেক সময় মনে হয় যে বাবা ছোট থেকে একটা জিনিস শিখিয়ে বড় করেছে "যাই হোক নিজের পায়ে দাঁড়াবে।" সেই বাবা কোন ম্যাজিক কেন শেখায় নি। এ এক অদ্ভুত বিড়ম্বনা। আমাদের সবার পারিবারিক সিদ্ধান্ত যে পুজো ছোট করে হবে। দোষ দেওয়া যায় না। কে দাঁড়িয়ে থেকে করবে সত্যিই বড় প্রশ্ন। আমরা অর্থাৎ আমাদের জেনারেশন প্রত্যেকেই নিজেদের পায়ে দাঁড়িয়েছি। সে'দিক থেকে আগের জেনারেশন আমাদের তৈরী করেছেন, পেরেছেন কিন্তু বাকিটা? বাকিটা আসলে থমকে যায়। আমিও যাই। যেখানে বড় হলাম এখন সেই বাড়ির সিঁড়ি দিয়ে উঠতেই চোখ ঝামড়ে যায়। অনভ্যাস, অনভ্যস্ত। মনে মনে ভাবি নিজের খাঁচায় হলে হয়তো আগের মতোই করতে পারতাম, পারবো। লোকজন, গমগমে। ভবিষ্যতে কী হবে জানিনা তবে আজকের পুজো এইটুকুই। মা, জেঠিমা, বৌদি, দিদিদের হাতে নিপুণ। এইটাই হয়তো পুরোনো কলকাতার গল্প। আমার মত আরো অনেকেরই। #jagadhatripuja #home #bhalobasha
This post was published on 10th November, 2024 by Debjani on her Instagram handle "@foodofdebjani (Debjani Chatterjee)". Debjani has total 102.9K followers on Instagram and has a total of 2.0K post.This post has received 19.9K Likes which are greater than the average likes that Debjani gets. Debjani receives an average engagement rate of 0.94% per post on Instagram. This post has received 6 comments which are greater than the average comments that Debjani gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #home #bhalobasha #jagadhatripuja has been used frequently in this Post.