
এনসিআরবি এর ডাটা বলছে যে ইন্ডিয়ার সব থেকে সেফ সিটি অর্থাৎ নিরাপদ শহর হলো কলকাতা। এবং কলকাতা নাকি টানা চার বছর ধরে ভারতের সবচেয়ে নিরাপদ শহরের শিরোপা ধরে রেখেছে। ২০১৬ সাল থেকে শহরের অপরাধের হার ধারাবাহিকভাবে কমেছে। তখন প্রতি এক লক্ষ মানুষের জন্য অপরাধের হার ছিল ১৫৯.৬। এর পাশাপাশি, দ্য টাইমস অব ইন্ডিয়া–র প্রতিবেদনে বলা হয়েছে যে টানা দ্বিতীয় বছরে কলকাতায় মোট অপরাধের সংখ্যা কমেছে, ২০২৩ সালে নথিভুক্ত হয়েছে মোট ১১,৮৪৩টি মামলা। কিন্তু বাস্তবে যে ঘটনা গুলো ঘটেছে, সেটা তো অন্য কথা বলছে। নাকি কলকাতায় যেটা হয়েছে সেটাই এখন নিউ নরমাল? এবং অন্যান্য রাজ্যে বা শহরে যেটা হচ্ছে, সেটা হওয়া অনুচিত নাকি ঠিক আছে? কেন এমন কথা বললাম? ২৩ বছরের সাংবাদিককে শ্লীলতাহানির পরে হামলা কলকাতার সোদপুর অঞ্চলে এক মর্মান্তিক ঘটনা ঘটে যখন ২৩ বছরের এক তরুণী সাংবাদিককে কিছু নেশাগ্রস্ত যুবক প্রথমে অশালীনভাবে হেনস্থা করার চেষ্টা করে। সেই সাংবাদিক প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে শারীরিকভাবে আক্রমণ করে। ঘটনাস্থল ছিল একটি সাবওয়ে, যেখানে ওই তরুণী সাহায্যের জন্য চিৎকার করলেও আশেপাশে থাকা কেউই এগিয়ে আসেনি। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং দোষীদের শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ঘটনাটি ঘটেছে দুই একদিন আগেই। অটোচালকের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগ কলকাতায় এক অটোচালককে গ্রেফতার করা হয়েছে এক মহিলা যাত্রীকে হেনস্থা করার অভিযোগে। অভিযোগ অনুযায়ী, ওই অটোচালক নির্দিষ্ট রুট থেকে ইচ্ছাকৃতভাবে গাড়ি ঘুরিয়ে দেয় এবং যাত্রীর অনুরোধ সত্ত্বেও থামেনি। এরপর চালক ওই মহিলাকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে থাকে। আতঙ্কিত যাত্রী শেষপর্যন্ত অটো থেকে নেমে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত চালককে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। এটাও ঘটেছে দুই দিন আগেই। এটা কলকাতায় না হলেও কলকাতার এক নাবালিকা কিশোরীকে প্রতারণার মাধ্যমে পাটনায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তাকে অর্কেস্ট্রায় পারফরম্যান্সের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্তরা বাইরে নিয়ে যায় এবং পরে সেখানে আটকে রেখে একাধিক ব্যক্তি তাকে ধর্ষ*ণ করে। সেখানে আরো দুজন নাবালিকা কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের কে মূলত পাচার করে দেওয়া হতো। তাহলে এটাই নিউ নরমাল? #kolkata #safestcity #reality
This post was published on 06th October, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 54.9K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 61 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.2% per post on Instagram. This post has received 1 comments which are than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #kolkata #reality #safestcity has been used frequently in this Post.