
উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে? নাকি আগে ভোট ব্যাঙ্ক! তারপর মানসিকতা? প্রাকৃতিক দুর্যোগ কেউই আটকাতে পারে না। কিন্তু একজন হেড অফ স্টেট হয়ে কোথাও গিয়ে মনেহয় কার্নিভাল এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল ওদের পাশে গিয়ে দাঁড়ানো। সেটাও না হলে অন্তত কার্নিভাল থেকে একটু দূরে থাকা। প্রথমেই বলি যে যদি কেউ এসে বলে যে ওনার জায়গায় অন্য কেউ থাকলে এটা হতো না। তাহলে বলবো দেশের প্রধানমন্ত্রীও কোনো কম যান না। তিনিও পাহেলগাঁও এ সন্ত্রাসী হাম*লার পর সেখানে না গিয়ে বিহার-এ গেছিলেন নির্বাচনের প্রচারের জন্যে। এর আগেও এমন হয়েছে যে মানে ২০১১ এর আগে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সেই অঞ্চলে অনেক পরে গেছে। গেছে কিন্তু অনেক পরে। তাই এটা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিষয় নয়। এটা মানসিকতার বিষয়। আমরা বুঝি যে কার্নিভাল এ অনেক দেশ বিদেশ থেকে মানুষরা আসবে তাই একজন প্রতিনিধি থাকা উচিত। সে ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছিলো যে উনি হয়তো উদ্বোধন করেই সেখান থেকে বেরিয়ে গিয়ে হয় উত্তরবঙ্গের জন্যে রওয়না হবেন কিংবা নবান্ন তে গিয়ে কন্ট্রোল রুম এ থাকবেন এবং পরিস্থিতির পর্যবেক্ষণ করবেন। কিন্তু সেটা হয়নি। তেমনই দেখলাম না এই রাজ্যের বিরোধী দলের নেতাকে নিজের প্রতিবাদ কর্মসূচি স্থগিত রেখে সেখানে যেতে। তাই কোথাও গিয়ে এটাই মনেহয় যে মনুষত্যের কোনো দাম নেই। দাম আছে শুধুমাত্র ভোট ব্যাংক এর। প্রত্যেকটা নেতা মন্ত্রী জানে যে পাহাড় এ যে পরিমাণে পরিকাঠামোর উন্নতির নামে অত্যাচার চালানো হচ্ছে, তাতে আগামী দিনে কী ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে কিন্তু ওই যে কথাতেই আছে– যায় যদি যাক প্রাণ হীরকের রাজা এবং রাণী ভগবান! এবারে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা এবং বিরোধী দলের নেতারা বলবে যে আমাদের তো প্রতিনিধি গিয়েছিলো এবং সেখানে আছে। তাহলে প্রশ্ন করাই যায় যে তোমাদের পরিবারে কারুর কিছু হলে, সেখানে নিজেরা দেখতে যাবে না? সেখানে প্রতিনিধি পাঠাবে? না এগুলো একদম মেনে নেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গ, কলকাতা যতটা পশ্চিমবঙ্গের অংশ, ঠিক ততটাই একই ভাবে গুরুত্ব দেওয়া উচিত উত্তরবঙ্গকেও। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানসিকতার পরিচয় দিতে হবে। না তো অরিজিৎ সিং এর ভাষায়, "আর কবে?" #westbengal #rainfall #landslide #politics
This post was published on 05th October, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 54.9K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 171 Likes which are greater than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.2% per post on Instagram. This post has received 1 comments which are than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #rainfall #westbengal #politics #landslide has been used frequently in this Post.