
দাবানলে পুড়ে যাওয়া এক হাতির ছবি! যে ছবিটা দেখছো, ওটা নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে এক বিশাল হাতি — দগ্ধ শরীর, পুড়ে যাওয়া কান, ফেটে যাওয়া চামড়া আর তপ্ত মরুভূমির বুকে নিঃশব্দে হাঁটছে। এই দৃশ্যটি প্রথম দেখলে যেন অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয় কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও তৈরী নয়— এটি বাস্তব চিত্র! ছবিটি তুলেছেন নামিবিয়ার ফটোগ্রাফার কুস রেইনেকে (Koos Reyneke) ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর-এ তার নিকন কুলপিক্স পি ১০০০ ক্যামেরা দিয়ে। সেই সময় ইতোশা পার্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল, যা কয়েক দিনের মধ্যে শত শত বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে যায়। আগুনে পুড়ে যায় বনভূমি, ঘাস এবং অসংখ্য বন্যপ্রাণী। রেইনেকে জানান, দাবানল থেকে বাঁচতে গিয়ে এই হাতিটি গুরুতরভাবে আহত হয়েছিল। তার চামড়ার বিশাল অংশ পুড়ে গিয়েছিল, কান ঝুলে পড়েছিল, কিন্তু তবুও সে হাল ছাড়েনি — বেঁচে থাকার জন্য সে এগিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। সেই মুহূর্তটিই রেইনেকে তার ক্যামেরায় ধরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ছবিটি শুধুমাত্র একটি প্রাণীর যন্ত্রণা নয়, বরং মানুষের লোভ, অসাবধানতা এবং প্রকৃতির প্রতি নিষ্ঠুরতার প্রতীক হয়ে ওঠে। কিন্তু এরপরই ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়। নামিবিয়ার পরিবেশ, বন ও পর্যটন মন্ত্রক দাবি করে — ছবিটির সত্যতা যাচাই করা যায়নি, এটি হয়তো সম্পাদিত বা কৃত্রিমভাবে পরিবর্তিত হতে পারে। অন্যদিকে, পরিবেশবিদ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি রেইনেকের পক্ষে দাঁড়িয়ে বলেন, ছবিটি বাস্তব এবং এটি সেই দাবানলেরই প্রতিফলন যা নামিবিয়ার ইতোশা অঞ্চলে ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘটে। ফলে ছবিটিকে ঘিরে একদিকে যেমন আবেগ তৈরি হয়েছে, অন্যদিকে উঠেছে সত্যতা ও নৈতিকতার প্রশ্ন। তবুও, বিতর্কের বাইরেও এই ছবিটি একটি গভীর বার্তা বহন করে। এটি শুধু একটি দগ্ধ হাতির গল্প নয় — এটি মানুষের উদাসীনতার বিরুদ্ধে প্রকৃতির নিঃশব্দ প্রতিবাদ। এই হাতির শরীরের আগুনের দাগ যেন আমাদের সভ্যতারই প্রতিচ্ছবি, যেখানে উন্নয়নের নামে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে ক্ষতবিক্ষত করে চলেছি। শেষমেশ ছবিটি আমাদের একটাই প্রশ্ন করে — আমরা কতদিন এমনভাবে প্রকৃতিকে উপেক্ষা করে নিজেরা ভগবান বলে দাবি করবো? #ElephantStory #Namibia #EtoshaNationalPark #Nature #Wildlife #ManMadeDisaster
This post was published on 23rd October, 2025 by Surya Shankar on his Instagram handle "@laughalaughi (LaughaLaughi®)". Surya Shankar has total 54.4K followers on Instagram and has a total of 17.3K post.This post has received 128 Likes which are lower than the average likes that Surya Shankar gets. Surya Shankar receives an average engagement rate of 0.28% per post on Instagram. This post has received 0 comments which are lower than the average comments that Surya Shankar gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile. #Wildlife #Namibia #EtoshaNationalPark #Nature #ManMadeDisaster #ElephantStory has been used frequently in this Post.