
বাঙালি খাবার এর restaurant খুঁজছেন? এসে গেছে এক অনবদ্য bengali cuisine restaurant । 4th Street Dinning Hall ❤️ কলকাতা তে ঠিক সল্টলেক এর বুকে sector 3 te এই অসাধারণ restaurant টি রয়েছে । সুন্দর চাকচিক্য বজায় রেখে এই রেস্তোরা টি চালু হয়েছে সবে কিছুদিন ই হলো কিন্তু তাতেই আমাদের মন জয় করে নিয়েছে তাদের রেস্তোরাঁর খাবার এবং royalish ambience দিয়ে। এই রেস্তোরাঁ টি হলো একটি family dinning jekhane আপনি আপনার পরিবার , বন্ধু যেকোনো অনুষ্ঠানে এর জন্য এখানে গিয়ে পালোন করতে পারবেন। Location: Carnival cinema's , saltlake big bazar এর ঠিক বিপরীত e । এখানে গেলে অতি অবশ্যই যেটি try করবেন সেগুলো হল মোড়লা মাছের পেয়াজি ২০৫/- মাংসের চপ ২৩৫/- লুচি ১২/- ছোলার ডাল ১১৫/- কাশিমিরি আলুর দম ১৯৫/- বাসন্তী পুলাও ২১৫/- মাটন কালা ভুনা ৪২৫/- গন্ধরাজ মুরগি ২৪৫/- তাছাড়া শেষ পাতে আছে খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি , এবং chef's special " ইন্দ্রানী " ❤️ বাঙালি তাহলে কিসের অপেক্ষায় , যান এবং খেয়ে আসুন এই অসাধারণ বাঙালি রেস্তোরাঁ র খাবার গুলো ❤️ Hungry tummyy IG https://instagram.com/_hungry_tummyy_ FB https://www.facebook.com/Hungry_tummyy-10816846810837
This post was published on 22nd November, 2021 by Oaishika on her Instagram handle "@_hungry_tummyy_ (Oaishika 🌻)". Oaishika has total 10.4K followers on Instagram and has a total of 252 post. Oaishika receives an average engagement rate of 1.93% per post on Instagram. This post has received 11 comments which are greater than the average comments that Oaishika gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.