
এতো ভালোবাসা পাওয়া কি চারটি-খানি কথা? তাহলে ছোটো করে,গল্প টা বলি বরং.. Youtube live চলছে,স্বাভাবিক ভাবেই সবাই যেমন আমায় জিগ্যেস করে তুমি কোথায় থাকো,তেমন ই আমিও প্রশ্নটা তাদের উদ্দেশ্যে করেছিলাম যে আপনারা কে কোথা থেকে আমার live দেখছেন,একে একে তো প্রশ্ন আসতে শুরু করলো,একজন বললো আমি মালদা থেকে, ব্যস শুরু হলো অল্প বিস্তর আম নিয়ে গল্প,ব্যাস ওদিন ওটুকুই। ঘটনা টা 1 মাস আগের,হঠাৎ একদিন আমার instay DM আসে,যে ঝিলিক আমি তোমায় মালদার আম পাঠাবো,আমি তো প্রথনে শুনে ভাবলাম হয়তো এমনি বলছে,but শুনে তাতেই আমি খুশি,পাঠানো তো দূরের কথা,এবং আমি বলিও যে না না কষ্ট করে পাঠাতে হবেনা,তুমি বললে এটাই ভালো লাগলো,সে তো নাছোড়বান্দা,না!আম টা শুধু পাকুক আমি পাঠিয়ে দেবোই,আর আজ ই সেই দিন এই বাক্সবন্দি করা ভালোবাসা নিয়ে এলাম.. কাল রাতে বক্স করে আমগুলো থুড়ি ভালোবাসা গুলো কলকাতার উদ্যেশ্যে এসেছে,শুধু esplanade থেকে তাদের সযত্নে বাড়ি এনেছি,আর শুধু এটাই মনে হয়েছে,অচেনা মানুষ যাকে video তে ছাড়া কোনোদিন চাক্ষুস ও করেনি তার প্রতি এই Gesture, আমি সত্যি ভাগ্যবতী এই ভালোবাসা গুলো পাচ্ছি, যা আদতেই আমার এই এগিয়ে চলার motovation হবে। ধন্যবাদ বলে তোমায় ছোটো করবোনা Abhi Daa,শুধু এটুকু ভেবেই ভালো লাগছে যে ছোট্ট একটা Screen এর মাধ্যমে আমি তোমাদের কিছু মানুষ এর পছন্দের কারণ হতে পেরেছি...♥️♥️
This post was published on 11th June, 2025 by Amit on his Instagram handle "@every_moment_matters_1999 (Jhilik official)". Amit has total 50.8K followers on Instagram and has a total of 348 post.This post has received 167 Likes which are lower than the average likes that Amit gets. Amit receives an average engagement rate of 3.7% per post on Instagram. This post has received 10 comments which are lower than the average comments that Amit gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.