
|| Double Decker Living Root Bridge Trek ||💚 পাহাড়ে যাওয়া বেশ কিছুবার হলেও মেঘলয়া নিয়ে সব সময়ই মনের মধ্যে বিশেষ উত্তেজনা থাকতো, মেঘেদের রাজ্য বলে কথা।তারউপর বিশেষ কিছু জায়গা যা ছবি ভিডিওতে দেখে মনে মনে দিন গুনতাম আমি কবে চাক্ষুষ উপভোগ করবো,ব্যাস ঘুরে এলাম পূজোর আগেই আমার মনে মনে থাকা প্রিয় জায়গা থেকে,মেঘেদের রাজ্য মেঘলয়া থেকে..আমাদের ট্রিপ এর তৃতীয় দিনে করা এই ট্রেক,double decker living root bridge যা সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবেনা,এটি পূর্ব খাসি hill এ,চেরাপুঞ্জি তে অবস্থিত,"উমশিয়াং নদীর উপর রাবার গাছের জীবন্ত শিকড় দিয়ে তৈরি এই লিভিং রুট ব্রিজ, যার বয়স ১৮০ বছর বা তারও বেশি, যারা এই ট্রেক টি করেছেন একমাত্র তারাই জানেন কতটা কষ্টসাধ্য,6000 এর ও বেশি স্টেপস,প্রায় 45 কিলোমিটার হাটা,ছোট ছোট সিঁড়ি আর গহীন অরণ্য, নানা নাম না জানা গাছ আর ঝিঁঝি পোকার ডাক,প্রায় 2-3 ঘন্টা শুধু যেতে আর আসতেও তাই লেগেছে,পুরো সারাটা দিনের এক journey(পুরোটাই হেঁটে)ফেরার সময় বেশি কষ্ট,হাটতে তেমন কষ্ট না হলেও ওই যে ছোট ছোট সিঁড়ি,কতবার যে থেমে থেমে দাঁড়িয়েছি, আর অন্য state এ গিয়ে দেখা মিলেছে কত ট্যুরিস্ট এর,অনেকেই ছিল আমার রাজ্য,আমার শহরের,অচেনা মানুষজন কিন্তু অনুভূতি এক,এই অসম্ভব ট্রেক আর পুরো ট্যুর এর অনুভূতি লিখে প্রকাশ করার নয়.....এই সুন্দর অনুভূতি যুক্ত হলো আমার স্মৃতির পাতায়♥️
This post was published on 10th October, 2025 by Amit on his Instagram handle "@every_moment_matters_1999 (Jhilik official)". Amit has total 52.7K followers on Instagram and has a total of 371 post.This post has received 257 Likes which are lower than the average likes that Amit gets. Amit receives an average engagement rate of 3.37% per post on Instagram. This post has received 12 comments which are lower than the average comments that Amit gets. Overall the engagement rate for this post was lower than the average for the profile.